সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

রূপগঞ্জে উচ্ছেদ অভিযান শুরু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০৬ মার্চ ২০২৫, ১৬:৩২
রূপগঞ্জে উচ্ছেদ অভিযান শুরু
ছবি: যায়যায়দিন

চলতি রমজানে পথচারীদের ভোগান্তি লাগব ও যানজট নিরসনের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৬ মার্চ) বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নির্দেশে পূর্বাচল রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ভূমি উবায়দুর রহমান সাহেল ও রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে উপজেলার ভুলতা গাউছিয়া গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধভাবে গড়ে উঠা সবজি, ফল, কাপড়, জুতা, প্লাস্টিক পণ্যের ২ সহস্রাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়।

এসময় পূর্বাচল রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) উবায়দুর রহমান সাহেল বলেন, চলতি রমজানে পথচারী ও যানজট নিরসনের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের নির্দেশে মহাসড়কে গড়ে উঠা অবৈধ ভাসমান দোকান পাট উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে আমরা উপজেলা ভুলতা গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকার ঢাকা সিলেট মহাসড়কের উভয় পাশে গড়ে উঠা দুই হাজার দোকান পাট উচ্ছেদ করতে সক্ষম হয়েছি। আমাদের এ অভিযান চলমান থাকবে।

এসময় নারায়ণগঞ্জ গ সার্কেল এএসপি মেহেদী হাসান, রূপগঞ্জ থানা ইন্টেলিজেন্স অফিসার সালাউদ্দিন, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমানসহ বিভিন্ন সামাজিক সংগঠন সদস্যরা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে