শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে “শহীদ জাহিদ ক্রিকেট টুর্নামেন্ট” শুরু করলো পাবিপ্রবি

পাবনা প্রতিনিধি
  ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৯
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে “শহীদ জাহিদ ক্রিকেট টুর্নামেন্ট” শুরু করলো পাবিপ্রবি
ছবি: যায়যায়দিন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পাবনায় শহীদ জাহিদুল ইসলামের স্মরণে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “শহীদ জাহিদ স্মৃতি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫” বুধবার কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল-আওয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকাল ১০টায় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও আহতদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন। তিনি বলেন, জীবনে ভালোকিছু করতে হলে ডিটারমাইন্ড (সংকল্পবদ্ধ) হওয়া এবং সেভাবে গড়ে তুলতে হবে। খেলাকে খেলা হিসেবে দেখে শৃঙ্খলাবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে কোনো বিশৃঙ্খলা করা যাবেনা, বন্ধুত্ব বজায় রাখা এবং পরাজয়কে সানন্দে গ্রহণ করতে হবে। পূর্বের সকল আন্দোলনের মতো জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতিকে সংরক্ষণ করতে হবে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পর্যায়ক্রমে সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান জুলাই-আগস্টের শহীদদের স্মরণ করেন। খেলার মধ্যে নিয়ম-কানুন এবং শৃঙ্খলাবোধ বজায় রেখে খেলা পরিচালনা করার তাগিদ দেন।

টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের ২১টি দল অংশগ্রহণ করবে এবং ২২ ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। অর্থনীতি বিভাগ ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মধ্যে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে খেলা শুরু হয়।

খেলা পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. কামরুজ্জামানের উপস্থাপনায় বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট জাহিদুল ইসলাম (১৯) শহীদ হন।

তিনি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে