সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

কটিয়াদীতে আদর্শ  শিক্ষক ফেডারেশনের কমিটি গঠন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ১৩ জানুয়ারি ২০২৫, ১৪:১৩
কটিয়াদীতে আদর্শ  শিক্ষক ফেডারেশনের কমিটি গঠন
ফাইল ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের মাওলানা জসিম উদ্দিন সভাপতি ও প্রভাষক শফিকুল ইসলাম নূরীকে সেক্রেটারী করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

রোববার সন্ধায় কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আদর্শ শিক্ষক ফেডারেশন কটিয়াদী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা শাখার সেক্রেটারি মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনে কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম খালেদ, মাদ্রাসা শিক্ষক ফেডারেশন জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মজিবুর রহমান, কারিগরি শিক্ষক পরিষদের জেলা সভাপতি ফজলুল হক জোয়ারদার আলমগীর, আদর্শ মাদ্রাসা শিক্ষক পরিষদের উপজেলা সভাপতি অধ্যক্ষ আবুল কাসেম বিপ্লব, ফেকামারা ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা কামাল উদ্দিন প্রমুখ।

আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা শাখার অন্যান্য সদস্যগণ হচ্ছেন-সহকারী সেক্রেটারী প্রভাষক আল আমিন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আনিসুজ্জামান, প্রচার ও মিডিয়া সম্পাদক মাসুম পাঠান, পাঠাগার সম্পাদক প্রভাষক ইউসুফ আলী, আদর্শ মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ আবুল কাসেম বিপ্লব ও সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি নজরুল ইসলাম ও সেক্রেটারি জহিরুল ইসলাম জোয়ারদার, কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী বাবুল ও সেক্রেটারী অধ্যাপক রফিকুল ইসলাম, কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি প্রভাষক তরিকুল ইসলাম ও সেক্রেটারী প্রভাষক সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি রাফিকুর রহমান ও সেক্রেটারী রফিকুল ইসলাম, কিন্ডার গার্ডেন শিক্ষক পরিষদের সভাপতি শফিকুল ইসলাম মোড়ল ও সেক্রেটারী আনিসুজ্জামান সহ ৭টি স্তরে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে