ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল 

প্রকাশ | ০৪ জানুয়ারি ২০২৫, ১৭:০৯

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ছবি: যায়যায়দিন

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটে ছাত্রলীগ।

গত শুক্রবার রাতে জেলা ছাত্রলীগের ব্যানারে পৌর এলাকার ফুলবাড়িয়া থেকে মিছিলটি বের হয়ে পৈরতলা অভিমুখে যায়। পরে সেখানের সড়কের পাশে রাখা মোটর সাইকেলের উপর কেক  কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

মিছিলকারীরা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা শ্লোগান দেয়ার পাশাপাশি শেখ হাসিনা আবারো ফিরবে এবং ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর মুক্তির পক্ষে শ্লোগান দেয়।

শুক্রবার রাতেই জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সুজন দত্ত ও জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ফেসবুকে মিছিলের ভিডিও ও ছবি পোস্ট করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, শুক্রবার রাতে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছে বলে শুনেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

যাযাদি/ এম