একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় পরিপূর্ণভাবে গড়ে তোলার জন্য চট্টগ্রামের সাতকানিয়ায় এই প্রথম জেন-জি একাডেমির শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় সাতকানিয়া পৌরসভার মকবুল সিরাজ শপিং কমপ্লেক্সের ২য় তলায় জেন-জি একাডেমির অফিস উদ্বোধনের পর সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন বিশ্বাস এবং প্রধান আলোচক ছিলেন, উপজেলা আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসাইন। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সামছুদ্দিন, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তৌহিদুল ইসলাম মাসুম প্রমূখ।
যাযাদি/ এসএম