রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১

আড়াইহাজারে মুক্তিযুদ্ধের শহীদ মঞ্জুরের সমাধিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ১৫ ডিসেম্বর ২০২৪, ১৪:১২
ছবি: যায়যায়দিন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৭১ এর মুক্তিযুদ্ধের শহীদ বীর মুক্তিযোদ্ধা কাজী মঞ্জুর হোসেনের সমাধীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধারা।

শনিবার (১৪ ডিসেম্বর) বাদ আসর উপজেলার ব্রা‏হ্মন্দী ইউনিয়নের ইদবারদী গ্রামে কাজী বাড়ীর পারিবারিক কবরস্থানে উপস্থিত হয়ে তারা মঞ্জুর হোসেনের কবরে শ্রদ্ধা নিবেদনের পর এক মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও যুদ্ধকালিন আড়াইহাজার থানার ইষ্টার্ণ সেক্টরের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান মোল্লা এবং আড়াইহাজার থানার অফিসার ইনর্চাজ এনায়েত হোসেন।

সভায় বীর মুক্তিযোদ্ধা শহীদ মঞ্জুরের স্মৃতিচারণ করেন তার ছোট ভাই কাজী আব্দুছ ছালাম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কামন্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবু সিদ্দিক ভূঁইয়া। কাজী আব্দুছ ছালাম ১৯৭১ সালের ৭ নভেম্বর পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হওয়া তার ভাইয়ের শহীদ হওয়ার স্থান ঢাকা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের বগাদী খেজুরতলা এলাকাটিতে একটি স্মৃতিমূলক কোন স্থাপনা তৈরী এবং আড়াইহাজার থেকে গোপালদী পর্যন্ত সড়কের নাম ”শহীদ মঞ্জুর সড়ক” করার জন্য দাবী রাখেন। আর উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. আবু সিদ্দিক ভূঁইয়া দাবী রাখেন ইদবারদীর প্রবেশ পথ থেকে মঞ্জুর হোসেনের কবর পর্যন্ত রাস্তাটি যেন মঞ্জুর হোসেনের নামে করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও যুদ্ধকালিন আড়াইহাজার থানার ইষ্টার্ণ সেক্টরের কমান্ডার খালেকুজ্জামান মোল্লা মঞ্জুর হোসেনর শহীদ হওয়ার সময়ের ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তা ছাড়া বীর মুক্তিযোদ্ধা মো. মুছা মিয়া, লাল মিয়া, আব্দুল মোতালিব ভূঁইয়া, মো. মিজানুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আলী আজগর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হুমায়ুন কবীরসহ অনেক বীর মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সব শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন তার বক্তব্যে শহীদ মঞ্জুরের পরিবারের পক্ষ হতে কৃত দাবী গুলো বাস্তবায়নের জন্য তার পক্ষে যতটুকু সম্ভব চেষ্টা করার আশ্বাস প্রদান করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে