সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুসহ ৩৯ জনের নামে দুটি এজাহার দায়ের করা হয়েছে।
গতকাল শনিবার বিকালে ঝালকাঠি সদর ও নলছিটি থানায় এজাহার দুটি দায়ের করে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জিবা আমিনা আল গাজী।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় জিবা আমিনার গাড়িবহর ও তার ওপর হামলার ঘটনায় এজাহার দুটি দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালে ১৩ ডিসেম্বর ঝালকাঠি শহরে ও ১৪ ডিসেম্বর নলছিটিতে বিএনপির সংসদ সদস্য প্রার্থী জিবা আমিনা আল গাজীর গাড়িবহরে হামলা হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলার সঙ্গে জড়িত ছিলেন বলে এজাহারে উল্লেখ করেন বাদী। হামলায় জিবা আমিনাসহ বিএনপির অর্ধশত নেতাকর্মী আহত হন। ভাংচুর করা হয় তার গাড়ি। মামলায় শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হয়েছে।
এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরসহ হামলায় সরাসরি অংশ নেয়া ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরো শতাধিক।
ঝালকাঠি থানার ওসি মো. মনিরুজ্জামান ও নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম জানান, এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হবে। মামলা রেকর্ড করার পর আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পলাতক রয়েছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা। কেউ কেউ দেশ ছেড়ে চলে গেছেন। জুলাই-আগস্টে গণহত্যার দায়ে শেখ হাসিনা ও আমির হোসেন আমুর নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও (আইসিটি) মামলা হয়েছে।
যাযাদি/ এসএম