তারেক রহমানের নেতৃত্বে দেশের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে : মাহামুদ হোসেন 

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

পিরোজপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি ভান্ডারিয়া সরকারি কলোজের সাবেক ভিপি মো. মাহামুদ হোসেন বলেছেন, বাংলাদেশ নামক রাষ্ট্র এমনি এমনি আসেনি। বহু মানুষ যুদ্ধ করে রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন করেছেন। সেই স্বাধীনতা স্বৈরাচার শাসক হাসিনা কেড়ে নিয়েছিল। দেশ পরিচালনার নামে তিনি আমাদের শোষন করেছেন।তাই প্রকৃতীর নিয়মে তার পতন হয়েছে। 

শনিবার সন্ধ্যায় নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের হাজিরপুল এলাকায় একটি অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

মাহামুদ হোসেন বলেন, অধিকার আদায়, বাক স্বাধীনতার জন্য ৭১ সালে যুদ্ধ হয়েছিল। দেশটা স্বাধীন হলেও ফ্যাসিষ্ট হাসিনা সরকার এই স্বাধীন দেশে আমাদের ভোটের অধিকার,বাক স্বাধীনতা কেড়ে জোড় করে নিজের ইচ্ছানুযায়ি দেশ চালাচ্ছিল। দেশের মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পূনরায় ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণি পেশার লোক ঐক্যবদ্ধ হয়ে দেশটা ৭১ এর ন্যায় গত ৫ আগস্ট স্বাধীন করেছেন। সেই ৫ আগস্টে হাজার হাজার ছাত্র-জনতা সহ অনেক দলীয় নেতাকর্মী নিহত হয়েছে। অনেকে এখনও হাসপাতালে কাতরাচ্ছে। তাদের রক্তের বিনিময়ে দেশটা আজ পূনরায় স্বাধীন। তাই কোনক্রমেই এই স্বাধীনতা নস্যাৎ হতে দেয়া যাবেনা।

তারেক রহমানের নেতৃত্বে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করলে দেশটা বিশ্বের দুয়ারে মাথা উচিয়ে চলতে পারবে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এ দেশ আর কারো প্রভুত্ব মানবে না। একটি উন্নত রাষ্ট্রের মত নিজস্ব গতিতে চলবে।

সোহাদল ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ তালুকদারের সভাপতিত্বে আরো বক্তব্যে রাখেন, নেছারাবাদ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. ইমাম উদ্দীন তালুকদার, স্বরূপকাঠি পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মো: সাইফুল ইসলাম উজ্জ্বল, স্বরূপকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আমিনুল ইসলাম মিজান প্রমুখ।

যাযাদি/ এসএম