দামুড়হুদার কুড়–লগাছি ইউনিয়নের চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চন্ডিপুর যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ধান্যঘরা স্পটিং ক্লাব চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক বিএনপি নেতা আবু সাইদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য শিক্ষক নাহারুল ইসলাম, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ শফি, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিবার রহমান, নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ফুটবল কমিটিরি সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আব্দুস সামাদ, বিএনপি নেতা আলাউদ্দীন, হাসান বাঘ, হাসান মাষ্টার, মেহেদী, মিহির, সোহেল, যুবদল নেতা মজিব,আরক, রফিকুল, মুকুল, লিটন, লাভলু, সেচ্ছাসেবক দলের রাশেদ।
সার্বিক ব্যবস্থাপনায় ফুটবল টুর্ণামেন্ট কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আবু হেনা মোস্তফা কামাল । গতকাল শনিবার বিকালে চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ধান্যঘরা স্পটিং ক্লাব ও চন্ডিপুর আমান একাদশের মধ্যে ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে ০-০ গোলে খেলা শেষ হয়।
পরে সরাসরি পেলান্টিতে ধান্যঘরা স্পটিং ক্লাব ৪-১ গোলে চন্ডিপুর আমান একাদশকে পরাজিত করে ধান্যঘরা স্পটিং ক্লাব চ্যাম্পিয়ান হন। বিজয়ী দলের সেরা খেলোয়াড় হন লাল। রেফারি ছিলেন নিপুন, সুবাস ও আলো । খেলাটি হাজার হাজার দর্শক উপভোগ করেন।।
যাযাদি/ এম