রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১

ঘাটাইলে পাহাড়ি লাল মাটি কাটার দায়ে একজনের জেল

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
  ১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৫
ছবি: যায়যায়দিন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গৌরিশ্বর মৌজায় পাহাড়ি লাল মাটি কাটার দায়ে ফারুক হোসেন নামে এক যুবকে একমাসের জেল প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে এ কারাদন্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গৌরিশ্বর মৌজায় ফকির বাড়ি নিয়মনীতির তোয়াক্কা না করে বনবিভাগ জায়গার মাটি কাটেন।এমন কি প্রশাসন কে নানা ভাবে কটুক্তি করেন।

বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে তাকে আটক কেরন। পরেএক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান পাহাড়ের লালমাটি কাটার তাকে একমাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে