বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

সলঙ্গায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯:২৮
আপডেট  : ০৪ ডিসেম্বর ২০২৪, ২০:৪৩
ছবি: যায়যায়দিন

সিরাজগঞ্জের সলঙ্গায় শ্রী বিষ্ণুপদক ভৌমিক (৭০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি সলঙ্গা থানার ৪নং ঘুড়কা ইউনিয়নের মধ্যপাড়া ভরমোহনী গ্রামের শ্রী কৃষ্ণ পদক ভৌমিকের ছেলে।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে নিজ বাড়ি এ ঘটনা ঘটে। তার স্ত্রী নিজ রুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়, তখন তার চিৎকারে বাড়ীর আশেপাশের লোক এগিয়ে আসে পরে সলঙ্গা থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন।

স্থানীয় গ্রাম প্রধান নরেশ মাস্টার জানান,সকালে তার স্ত্রী তার নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।পরে সলঙ্গা থানা পুলিশ কে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।তবে শ্রী বিষ্ণুপদক ভৌমিক পারিবারিক নানা সমস্যায় ভুগছিলেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম রবিউল ইসলাম জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে থানার মধ্যপাড়া ভরমোহনী গ্রামের নিজ বাড়ী থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে