বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনিময়

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯:২১
ছবি: যায়যায়দিন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ।

বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের হল রুমে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এশিয়ান টিভি জগন্নাথপুর প্রতিনিধি ওয়াহিদুর রহমান, দৈনিক মানবকন্ঠ জগন্নাথপুর প্রতিনিধি জহিরুল ইসলাম লাল মিয়া, দৈনিক ভোরের কাগজ জগন্নাথপুর প্রতিনিধি রিয়াজ রহমান, দৈনিক ভোরের পাতা ও সুনামকন্ঠ জগন্নাথপুর প্রতিনিধি মো. শাহজাহান মিয়া, বাংলাদেশ মিডিয়া জগন্নাথপুর প্রতিনিধি আব্দুল ওয়াহিদ, দৈনিক প্রতিদিনের সংবাদ জগন্নাথপুর প্রতিনিধি শাহ এস এম ফরিদ, দৈনিক আজকের বসুন্ধরা জগন্নাথপুর প্রতিনিধি হুমায়ূন কবির ফরীদি, দৈনিক যায়যায়দিন ও শ্যামল সিলেটের জগন্নাথপুর প্রতিনিধি গোলাম সারোয়ার, দৈনিক সংবাদ জগন্নাথপুর প্রতিনিধি মোঃ মির জাহান মিজান, দৈনিক খবরপত্র জগন্নাথপুর প্রতিনিধি ও দৈনিক জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, দৈনিক বাংলাদেশ খবর প্রতিদিন জগন্নাথপুর প্রতিনিধি মুকিম উদ্দিন, দৈনিক আজকালের খবর জগন্নাথপুর প্রতিনিধি আলী হোসেন খাঁন, দৈনিক মানবাধিকার প্রতিদিন ও জাগ্রত সিলেটের জগন্নাথপুর প্রতিনিধি আল আমিন ইসলাম, সাংবাদিক ফখরুল ইসলাম, আলী জহুর, দৈনিক সংগ্রাম ও দৈনিক সুনামগঞ্জের সময়ের জগন্নাথপুর প্রতিনিধি তৈয়বুর রহমান, সাংবাদিক বাপন দত্ত, শাহ আলম চৌধুরী প্রমূখ।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গত ৫ই আগষ্টের বৈষম্য বিরোধী আন্দোলন এবং ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে সেই চেতনা সমুন্নত রেখে, বর্তমান অন্তর্বতী সরকার যে সংস্কার কার্যক্রমের উদ্যোগ গ্রহন করেছেন সে গুলো বাস্তবায়নে সহযোগিতা করবেন। তিনি বস্তুনিষ্ঠ এবং নিরেপক্ষ সংবাদ পরিবেশনের জন্য উপজেলার সাংবাদিকদের প্রতি আহবান জানান। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা জগন্নাথপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি এবং সমস্যা তুলে ধরেন।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে