দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ২০২৩-২০২৪ আর্থিক বছরের ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে,পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (কয়লা খনি) অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বিসিএমসিএল এর শেয়ারহোল্ডারবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,জনেন্দ্র নাথ সরকার,চেয়ারম্যান,পেট্রোবাংলা,মোঃ আলতাফ হোসেন,পরিচালক (প্রশাসন),পেট্রোবাংলা,এ কে এম মিজানুর রহমান,পরিচালক (অর্থ),পেট্রোবাংলা,প্রকৌশলী মোঃ কামরুজ্জামান খান,পরিচালক (অপারেশন এন্ড মাইন্স),পেট্রোবাংলা,মোঃ আব্দুল মান্নান পাটওয়ারী,পরিচালক (পরিকল্পনা),পেট্রোবাংলা ও রুচিরা ইসলাম,সচিব,পেট্রোবাংলা।
এ সময় বিসিএমসিএল এর বোর্ড পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,ফারজানা মমতাজ,সচিব,বিদ্যুৎ বিভাগ ও চেয়ারম্যান বিসিএমসিএল বোর্ড,ড.বদরুল ইসলাম,অধ্যাপক,ভূ-তত্ত্ব বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়,এ কে এম মিজানুর রহমান,পরিচালক (অর্থ),পেট্রোবাংলা,অঞ্জনা খান মজলিস,সদস্য (অর্থ) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড,প্রকৌশলী মোঃ কামরুজ্জামান খান,পরিচালক (অপারেশন এন্ড মাইন্স),পেট্রোবাংলা,প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম সরকার,এমডি,বিসিএমসিএল ও আরিফ মাহমুদ,পরিচালক (ভূ-তত্ত্ব),বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর।
যাযাদি/এসএস