বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

মানিকছড়িতে আহত কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন জামায়াতের নেতাকর্মীরা

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ০৪ ডিসেম্বর ২০২৪, ১৬:১৪
ছবি : যায়যায়দিন

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ চার মাস যাবৎ চিকিৎসাধীন রয়েছেন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পান্নাবিল এলাকার হত-দরিদ্র কৃষক ও অটোচালক নুর মোহাম্মদ রাকিব। নিজের চিকিৎসা খরচ আর স্ত্রী-সন্তানদের ভরণপোষণে আর্থিকভাবে প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।

বাড়ির পাশে চাষ করা ৪০ শতাংশ জমির পাকা ধান কেটে ঘরে তোলা নিয়েও দুশ্চিন্তায় ছিলেন দরিদ্র এই কৃষক। এমন অবস্থার কথা জানতে পেরে কৃষক নুর মোহাম্মদ রাকিবের পাশে দাড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকছড়ি উপজেলা শাখার নেতাকর্মীরা।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল থকেে দুপুর পর্যন্ত সংগঠনের উপজেলাধীন পান্নাবিল ওয়ার্ড ইউনিট ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্যরা দরিদ্র ঐ কৃষকের ৪০শতাংশ জমির পাকা আমন ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। এতে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. বিল্লাল হোসেন, জামায়াতে ইসলামীর পান্নাবিল ওয়ার্ডের দায়িত্বশীল আব্দুল মমিন ও আব্দুল খালেকসহ ১৫জন নেতাকর্মী অংশ নেন। অর্থ ও শ্রমিক সংকটে পড়া অসচ্ছল ও দরিদ্র কৃষক-শ্রমিকদের পাশে থেকে এমন কর্মসূচির ধারাবাহিকতা অব্যাহত রাখবেন বলে জানান তারা।

নিজের দুঃসময়ে এমন সহযোগিতা পেয়ে ধানকাটায় অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দরিদ্র কৃষক নুর মোহাম্মদ রাকিব বলেন, 'আমি অর্থের অভাবে শ্রমিক নিয়ে ধান কাটতে পারছিলাম না। পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় ভোগছিলাম। জামায়াতের ভাইয়েরা আমার পাশে দাঁড়ানোর কারনে আমার অনেক উপকার হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি'।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে