বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

ভারতে বাংলাদেশী নাগরিককে তুলে নিয়ে নির্যাতন, এটি গুজব বলছে ফেনী জেলা প্রশাসক

ফেনী প্রতিনিধি
  ০৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৭
ছবি: যায়যায়দিন

ফেনীর বিলোনিয়া স্থলবন্দর থেকে একজন কৃষককে তুলে নিয়ে গেছে ভারতীয়রা। এমন গুজবের কারনে সীমান্ত উত্তেজনা বিরাজ করছে।

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম ইসলামের বরাত দিয়ে গণমাধ্যমে জানানো হয়েছে যে, সঠিক তথ্য হলো ০৪ ডিসেম্বর বুধবার ভোরে ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ইয়াছিন (১৯), পিতা- মিজান, গ্রাম- বাউরপাথর, পৌর ১নং ওয়ার্ড, পরশুরাম, জেলাঃ ফেনী, নামক এক বাংলাদেশী নাগরিক ভারতীয় নাগরিকদের হাতে আটক হন। আটককৃত ব্যক্তিকে ভারতীয় নাগরিকরা ভারতের পুলিশের নিকট হস্তান্তর করেছেন এবং তিনি বর্তমানে ভারতীয় পুলিশ হেফাজতে আছেন।

গুজব পরিহার করার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করেছেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম।সে একজন কৃষক, চাষাবাদের কারনে সীমান্তে যায়।তাকে ভারতীয় নিরাপত্তা বাহিনী তুলে নিয়ে গেছে বলে তার পরিবার দাবি করেন।

তার মুক্তি সহ সকল নিরাপত্তা বিধানে সরকারের সহযোগিতা কামনা করেন তার পিতা মিজান।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে