ফেনীর নদীর ভাংগনে বসতবাড়ি সহ বহু জনপদ বিলীন হয়ে যাচ্ছে নদীর ভাঙ্গনে। বিশেষ করে দাগনভুইয়া ও সোনাগাজীর মানচিত্র পাল্টে যাচ্ছে ছোট ফেনী নদী ও মুহুরী নদীর ভাংগনে। বসতবাড়ি সহ বহু জনপদ, রাস্তা ঘাট হাটবাজার শিক্ষা প্রতিষ্টান ও আবাদি জমি তলিয়ে গেছে নদী ভাঙ্গনে। ফলে মানচিত্র থেকে মুছে যাবে এ জনপদের নিশানা। মানুষ সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে গেছে।
সোনাগাজীর মানচিত্র রক্ষা করার মতো নেতার অভাব কিন্তু বালু খেয়ে মানচিত্র পাল্টানোর মত নেতা আছে চতুর্দিকে। এসব মন্তব্য করেন ভুক্তভোগীরা।
যৌথ বাহিনীর অভিযানে কয়েকটি অবৈধ বালু উত্তোলনের স্থান থেকে ৩৭ টি স্কেভেটর সহ সরঞ্জামাদি গুড়িয়ে দেয়া হয়েছে।
এখনো সোনাগাজীর মাওলানা পাড়া, চর মজলিশপুর, সাহেবের ঘাট, মুহুরি প্রজেক্ট, থাক খোয়াজের লামছি, কলমির চর, চর কৃঞ্চজয় ও ফতেহপুর। দাগনভুইয়া উপজেলার জগতপুর, তালতলী সহ অনেকগুলো জায়গায় অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে বাড়ি ঘর সহ তলিয়ে যাচ্ছে অনেক অবকাঠামো।
জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের খবরদারি স্বর্তেও থেমে নেই বালু উত্তোলন ও কৃষিজমির মাটি বিক্রি।
যাযাদি/এসএস