মাদকের ভয়াবহতা থেকে নিজের সন্তানকে বাঁচাতে ছুটছিলেন এক বিধবা গর্ভধারিণী । মাদকাসক্ত ছেলের অত্যাচার-নির্যাতনে অতিষ্ট হয়ে পড়েছিল বিধবা মা ও পরিবারের লোকজন। আর এ সব অত্যাচার সইতে না পেরে ছেলেকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেছেন তিনি। অতঃপর সেই ছেলেকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
গত সোমবার (২ ডিসেম্বর) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত তরুণের নাম মেহেদী হাসান অন্তর (২১)। তিনি পৌরসভার মধ্যবাজারের মৃত নিমাই মিয়ার ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ জানান, সোমবার তিনি নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় এক নারী তাঁর ছেলেকে নিয়ে প্রবেশ করেন। পরে ওই নারী কান্নারত অবস্থায় বলেন, গত প্রায় ১৭ বছর ধরে তিনি স্বামী হারা। তিন ছেলে ও দুই মেয়েকে নিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে এক ছেলে অন্তর মাদকাষক্ত হয়ে পড়ে। চাহিদা মতো টাকা না দিলেই চলে নির্যাতন। কোনো কোনো সময় টাকা না পেলে হাতের কাছে যা পায় তাই ভাঙচুর করে। অনেক সময় দাড়ালো অস্ত্র নিয়ে হুমকী দেয়। এই অবস্থায় তিনি ছেলের বিচার চান। এ সব কথা শুনে তিনি তাৎক্ষণিক আনসার সদস্য দিয়ে অভিযুক্ত ছেলেকে সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেটের কাছে পাঠান।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা বলেন, ভুক্তভোগী ওই নারী প্রায় একমাস যাবত ছেলের অত্যাচারে অতিষ্ট ছিলেন। আমরা তাকে কাউন্সিল করে মাদকের পথ থেকে সরিয়ে আনার চেষ্টাও করেছিলাম। কিন্তু তাকে এ পথ থেকে সরানো যাচ্ছিলো না।
তিনি আরও বলেন, সোমবার মাদকাসক্ত অবস্থায় ছেলেকে নিয়ে আসেন তার মা। পরে মা ও ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে তাঁদের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্ত অন্তর মাদক সেবনের কথা স্বীকার করে। মা ভাইয়ের আবেদন ও স্বাক্ষীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
যাযাদি/ এআর