বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

উখিয়ায় ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ০৪ ডিসেম্বর ২০২৪, ১৪:৪২
ছবি: যায়যায়দিন

কক্সবাজারের উখিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ মঙ্গলবার (৩ ডিসেম্বর) নানা কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালী, চিত্রাংকন প্রতিযোগিতা, উৎপাদিত পণ্য সামগ্রী প্রদর্শনী, সংগীত, খেলাধুলা ও পুরস্কার বিতরণ।

অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ ও বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ, এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনের সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি যারীন তাসনিম তাসিনের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়।

এরপর সকাল সাড়ে ১০ টায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন ইভেন্টে খেলাধুলার আয়োজন হয়। বেলা গড়ার সাথে সাথে উখিয়া উপজেলার সর্বস্তরের প্রতিবন্ধী ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত হতে থাকে। পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভার) যারীন তাসনিম তাসিন।

এতে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া শাখার আমীর মাওলানা আবুল ফজল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলাম, উখিয়া উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা নুরুল হক, উখিয়া উপজেলা যুবদলের আহ্বায় সাইফুর রহমান।

বক্তাগণ সমাজের সর্বোস্তরে প্রতিবন্ধী জনগণের অন্তর্ভুক্তি নিশ্চিত করার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতধারায় যুক্ত করার ও অধিকার নিশ্চিতের বিষয়ে বক্তব্য দেন।

প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি ও তাদের প্রতিভা বিকশিত করার লক্ষ্যে নারী প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বালিশ খেলা, সঙ্গিত প্রতিযোগিতা,প্রতিবন্ধী শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরুষ প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বল থ্রোয়িং, ফুটবল, সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে যেমন খুশি তেমন সাঁজসহ হাতে তৈরি জিনিসপত্র, হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতা অন্যান্য চিত্তবিনোদনমূলক প্রতিযোগিতা আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে অতিথিগণ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

এ সময় সরকারি কর্মকর্তা জন প্রতিনিধি সাংবাদিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে