ইন্দুরকানীতে মাসুদ সাঈদীর বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৯

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত পিরোজপুর-০১ আসনের আগামী সংসদ সদস্য প্রার্থী জননেতা মাসুদ সাঈদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, সেতারা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে উপজেলার উন্নয়নের বিষয়ে মত বিনিময় করেন। বুধবার (৪ ডিসেম্বর) সকালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য কমপ্লেক্স অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন জননেতা মাসুদ সাঈদী, অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: ননি গোপাল,  কেশপুর জেলা স্বাস্থ্য প্রকৌশলী, উপজেলা জামায়াতের আমির মাওলনা আলী হোসেন, সাবেক আমির ও জেলা জামায়াতের নির্বাচন সম্পাদক জননেতা হাবিবুর রহমান, সদর ইউনিয়ন আমির মাও, খাইরুল বাশার, ডাক্তার হায়দার আলী, অপর দিকে সরকারি সেতারা স্মৃতি বালিকা বিদ্যালয়ের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সাবেরা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জননেতা মাসুদ সাঈদী মাওলানা আলী হোসেন, সহকারি প্রধান শিক্ষক সোহাগ হোসেন, সঞ্চালনায় ছিলেন সহকারি শিক্ষক নাকির খান সহ বিদ্যালয়ের অন্য অন্য শিক্ষক ও কর্মকর্তা বৃন্দ।

মাসুদ সাঈদী তার বক্তব্যে বলেন, আমাদের শরীরে শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত আমরা এলাকার উন্নয়ন ও আপনাদের খেদমত করে যাব ইনশাআল্লাহ আমার আব্বার অপরনীয় কাজগুলো করে যাব। ইন্দুরকানী  স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০সয্যা কারণ আইসিইউসহ, টগড়া কচানদী ব্রিজ,কলার ফেরি উপজেলা র্সাকেট হাউজ সহ নানা প্রকার্রকল্প বাস্তবায়নের পথে ইন শা আল্লাহ।

যাযাদি/ এসএম