শ্রীমঙ্গলে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৭

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন কর্মকর্তা ও সুশিল সমাজের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা মিলনায়তনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মোঃ ইয়াকুব আলী, সদর ইউপি চেয়ারম্যান মোঃ দুধু মিয়া, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিন্দুর ইউনিয়নের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন, যুগ্ন সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন তাজু, সাবেক পৌর বিএনপির আহŸায়ক ও সাবেক কাউন্সিলর মীর এম এ সালাম, শ্রীমঙ্গল জামায়াতের আমীর ইসমাইল হোসেন, সেক্রেটারী মোঃ আশরাফুল ইসলাম কামরুল, সচেতন নাগরিক কমিটি’র (সনাক) সভাপতি দীপেন্দ্র ভট্টাচার্য, দুর্নীতি প্রতিরোধ কমিটি’র (দুপ্রক) সভাপতি ও সাবেক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেছার আহমেদ, ব্যবসায়ী সমিতির সভাপতি এ এস এম ইয়াহিয়া ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য হেলেনা চৌধুরী, মশিউর রহমান রিপন, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মোঃ আব্দুর রহিম, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, শামীম আক্তার হোসেন , মোঃ আব্দুস শুকুর, রেলওয়ে থানার এসআই আশিকুর রহমান, টুরিস্ট পুলিশের এসআই পলাশ, কালাপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ মিছলু আহমেদ চৌধুরী প্রমুখ।

এসময় যায়যায়দিন এর শ্রীমঙ্গল প্রতিনিধি সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম রুম্মন শ্রীমঙ্গলের নানা সমস্যার কথা তুলে ধরেন, সমস্যা গুলোর মধ্যে শহরের জানযট নিরসন, শহরের ভিতর থেকে বাস কাউন্টার সরানোর ব্যবস্থা করা, পুরনো ঐতিয্যবাহী রেলওয়ে ফুটবল মাঠ দখলমুক্ত করা, শ্রীমঙ্গল সরকারি কলেজসহ তিন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে ময়লার ভাগাড় সড়ানো, যেহেতু পর্যটন নগরী শ্রীমঙ্গল সেখানে পর্যটকদের জন্য পর্যটন ইনফরমেশন সেন্টার করা, গণশৌচাগার করা, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে লকাল বাসের স্ট্যান্ড সরানো ও থানার সামনে থেকে সিএনজি চালিত অটোরিক্সার স্ট্যান্ড সরানো। পর্যটকদের জন্য ভাড়ার তালিকা প্রকাশ করা। যাতে পর্যটকরা শ্রীমঙ্গলে এসে হয়রানীর শিকার না হয় সেদিকে লক্ষ রাখা। এবং এর সমাধানের জন্য নবাগত ইউএনও কে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

ইউএনও বলেন, শ্রীমঙ্গলের শ্রী বৃদ্ধি করতে যা যা প্রয়োজন তা করার জন্য আমি আশ্বাস দিচ্ছি। তবে আপনাদের সকলের সহযোগীতা পেলে অবশ্যই পারব কিন্তু সময় লাগবে। আর ময়লার ভাগাড় সড়ানোর জন্য সরকারি যে জায়গা ক্রয় করা হয়েছে। তা নিয়ে মহামান্য হাই কোর্টে একটি রিট দাখিল করা রয়েছে । তবে ময়লা সনাতন পদ্ধতীতে কিভাবে রিফাইন করা যায় সে ব্যবস্থা করব। নবাগত ইউএনও বলেন, আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই। এতে আপনাদের সকলের সহযোগীতা প্রয়োজন।। 

মোঃ ইসলাম উদ্দিন শ্রীমঙ্গল উপজেলায় ইউএনও হিসেবে গত ২৮ ডিসেম্বর যোগদান করেন। তিনি বিসিএস ৩৬ ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি সিলেট বিভাগীয় কমিশনারের সিনিয়র সহকারি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাড়ি সিলেট জেলায়।

যাযাদি/ এসএম