মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন, কর্মসূচি প্রণয়ন এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জরে চৌহালী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শওকত মেহেদী সেতুর সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদারের সঞ্চালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রফিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো: জাহিদ মোল্লা, সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, মনজুর কাদের কারিগরি কলেজের অধ্যক্ষ আহসান হাবীব দুলাল, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু, প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু,সমাজ সেবা অফিসার মামুনুর রহমান, মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদা, পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজা, আনসার ও ভিডিপির প্রশিক্ষক আবদুল মান্নান মৃধা ও সিএ মো: মনিরুল ইসলাম ।
আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী ও পরিসংখ্যান অফিসের সোহেল রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।
যাযাদি/ এসএম