‘গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা: ফেনী প্রসঙ্গ’ শীর্ষক সেমিনার
প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২৪, ১৪:১৯
‘গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা: ফেনী প্রসঙ্গ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে ফেনী পৌরসভার কনফারেন্স রুমে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট- সিজিডি।
সিজিডি'র নির্বাহী পরিচালক সাইদুল ইসলামের পরিচালনায় ও সিজিডি'র চেয়ারম্যান এ. জি. এম নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো: কামাল উদ্দিন, প্রধান বক্তা ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মোহাম্মদ রেজুয়ানুল হক।
সেমিনারে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন ড. আহমেদ কামারুজ্জামান মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আলা উদ্দিন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম ও আবু তাহের, ইসলামী ব্যাংক সোনাগাজী শাখার ব্যবস্থাপক মনছরুল আলম,ছাত্র প্রতিনিধি আবদুল আাজিজ প্রমুখ।
ড. মো: কামাল উদ্দিন বলেন, ভারতের চরম বৈরী আচরণের কারনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। এ মূহুর্তে সবচেয়ে বেশী প্রয়োজন কঠিন জাতীয় ঐক্য। ফেনীতে ভারতীয় আগ্ৰাসনের বিরুদ্ধে রাষ্ট্রীয় উদ্যোগ আবশ্যক।
ড. মোহাম্মদ রেজুয়ানুল হক বলেন, বিলোনীয়া সীমান্তে ভারতীয়দের বাংলাদেশ বিরোধী বিক্ষোভ এবং আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা একই সূত্রে গাঁথা।এটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হামলা।
ড. আহমেদ কামারুজ্জামান মজুমদার বলেন,এখনই এব্যাপারে জাতীয় সংলাপ আয়োজন,জনমত সৃষ্টির উদ্যোগ নেয়া প্রয়োজন।সেই সাথে আন্তর্জাতিক পর্যায়েএর প্রতিকার হওয়া প্রয়োজন বলে দাবি করেন তিনি।
যাযাদি/ এসএম