বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাই উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৪ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৫
ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিরসরাই উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রোকনদের ভোটে ২০২৫-২৬ সেশনের কমিটিতে আমির নির্বাচিত হয়েছেন মাওলানা নুরুল কবির। সেক্রেটারি মনোনীত হয়েছেন মাওলানা আনোয়ারুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় মিরসরাই পৌরসদরে উপজেলা জামায়াত কার্যালয়ে মজলিসে শুরা ও কর্মপরিষদের সভায় উপজেলা আমির জনাব মাওলানা নুরুল কবিরের সভাপতিত্বে কর্মপরিষদের বৈঠকে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার।

এ ছাড়া কর্মপরিষদে মনোনীত অন্যান্য সদস্যরা হলেন, সহকারী সেক্রেটারি মাওলানা শিহাব উদ্দীন, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দীন, প্রশিক্ষণ সেক্রেটারি আবু বকর, অফিস-প্রচার প্রকাশনা ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক শফিকুল আলম সিকদার, শ্রমিক কল্যাণ সেক্রেটারি নুরুল ইসলাম টিটু, উলামা বিভাগীয় সেক্রেটারি মাওলানা আলা উদ্দীন, শিল্প বাণিজ্য ও তথ্য প্রযুক্তি বিষয়ক সেক্রেটারি মাওলানা হাফেজ একরামুল হক, যুব ক্রীড়া-সমাজসেবা ও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিষয়ক সেক্রেটারি লোকমান হোসাইন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সেক্রেটারি সিরাজুল ইসলাম।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে