বাঁশখালীতে বিএনপির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প 

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২৪, ১৩:২৮

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান চৌধুরীর সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার কাথরিয়া ইউনিয়নের বাগমারা অলি আহমদ চৌধুরী ফোরকানিয়া ও হেফজ খানা মাদরাসার মাঠ প্রাঙ্গনে বিনামূল্যে এই চিকিৎসা চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।

এ সময় সকাল ১১টার দিকে ট্রিটমেন্ট চক্ষু হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারদের উপস্থিততে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাথরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী। 

এ সময় ট্রিটমেন্ট চক্ষু হাসপাতালের চিকিৎসক আরফাতুল ইসলাম, মেহেদী হাসান, মুহাম্মদ ফয়সাল, বিএনপি নেতা সাদুর রশিদ সিকদার, মো. ইউসুফ, আব্দুল আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।'

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা নিতে সকাল থেকেই বাগমারা অলি আহমদ চৌধুরী ফোরকানিয়া ও হেফজ খানা মাদরাসার মাঠ প্রাঙ্গনে ভিড় করতে থাকেন শত শত সেবা প্রার্থীরা। এতে চোখের নানা সমস্যা নিয়ে প্রায় এক হাজারও বেশি রোগী রেজিস্ট্রেশন করে চিকিৎসা সেবা নেন। এ সময় এমন আয়োজনে খুশি হয়ে বিএনপি নেতা মো. শাহজাহান চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সাধারণ মানুষ।'

এ সময় বিএনপি নেতা শাহজাহান চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদত হোসেনের মালিকানাধীন ট্রিটমেন্ট হাসপাতালের ৫ জন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। এতে কাথরিয়ার এক হাজারও বেশি মানুষ ফ্রি চিকিৎসা সেবা নেন। এমন মহৎ কাজে নিজেকে অংশীদার করতে পেরে ধন্য মনে করি। কাথরিয়া তথা বাঁশখালীর সাধারণ মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে থাকতে চাই। আমি মানুষের সেবায় সর্বদা নিয়োজিত থাকবো। ভবিষ্যতেও যেন এইভাবে মানুষের পাশে থাকতে পারি সেই দোয়া কামনা করি।'

যাযাদি/ এসএম