বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

পাইকগাছায় শহীদ বুদ্ধিজীবী  ও বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা 

পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধি
  ০৪ ডিসেম্বর ২০২৪, ১৩:২২
ছবি: যায়যায়দিন

খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, ওসি অপারেশন রঞ্জন কুমার গাইন, মেডিকেল অফিসার ডাঃ ইব্রাহিম গাজী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও উৎপল বাইন, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, সমবায় অফিসার হুমায়ুন কবির, জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী শাহাদাৎ হুসাইন, পিএসবি শাখা ব্যবস্থাপক জয়ন্তী জয়ন্ত কুমার ঘোষ, আইসিটি কর্মকর্তা মৃদুল কান্তি দাশ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, সাবেক সহকারী অধ্যাপক জিএম এম আজহারুল ইসলাম ও রমেন্দ্রনাথ সরকার, দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব, শহীদুল ইসলাম, প্রদীপ শীল, প্রধান শিক্ষক মিলি জিয়াসমিন ও সেলিনা আক্তার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ সহ জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে