গাজীপুরের শ্রীপুরে খেজুরের রস খেতে গিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সাব্বির হোসেন নামের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১জন।
বুধবার (৪ নভেম্বর) সকালের দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা সাইটালিয়া আঞ্চলিক সড়কে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির (১৫) শ্রীপুর উপজেলার বেকাসাহরা গ্রামের সোহেল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। আহত অন্যজনের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের মামা বাদল মিয়া বলেন, 'সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে খেজুরের রস খাওয়ার জন্য সাইটালিয়ার দিকে যায় সাব্বির। তাঁর মোটরসাইকেলটি টেংরা সাইটালিয়া আঞ্চলিক সড়কে মন্ডল বাড়ির পাশে যাওয়া মাত্রই অন্য একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় সাব্বিরের মোটরসাইকেল একটি গাছে ধাক্কা লাগলে সে সড়কে ছিটকে পড়ে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে সাব্বিরের মৃত্যু হয়।'
স্থানীয়রা বলেন, 'সাইটালিয়া আঞ্চলিক সড়কের টেংরা বাজারের উত্তর পাশে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সাব্বির হোসেন নামের একজন আহত হয়। পরে তাঁকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় সে। আমরা আহতদের কাউকে পাইনি। আমাদের, ধারণা অন্যান্য ছেলেদের মত সাব্বিরও সকালে খেজুরের রস খাওয়ার জন্য সাইটালিয়া এলাকায় এসেছিল।'
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মন্ডল যায়যায়দিনকে বলেন,'মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি কেউ থানায় অবগত করেনি। তথ্য পেলে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর পর খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাতে পারবো।'
যাযাদি/ এসএম