প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা : নেত্রকোনা জেলা প্রশাসক
প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০২৪, ২২:৪৬
নেত্রকোনায় ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক’ সেমিনার ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। “প্রবাসীর কল্যাণ, মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে সোমবার দুপুরে টিটিসি সম্মেলন কক্ষে নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এই সেমিনারের আয়োজন করে।
নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দীন আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট বনানী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. লেহাজ উদ্দিন। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চীফ ইনস্ট্রাক্টর এস এম সাদরুল কবীর, ইনস্ট্র্রাক্টর আসাদুজ্জামান, ইনস্ট্রাক্টর সৈয়দ শাকিল মোস্তফা প্রমূখ।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, প্রবাসীরা দেশের এক এক জন রেমিটেন্স যোদ্ধা। তারা বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে হাড়ভাঙ্গা পরিশ্রম করে অর্থ উপার্জন করে দেশে পাঠায়। তাদের পাঠানো অর্থে দেশের অর্থনৈতিক চাকা সচল থাকে। তিনি বিদেশ গমন ইচ্ছুক ব্যাক্তিদের দালালের খপ্পড়ে না পড়ে, যে বিষয়ে প্রবাসে কাজ করতে যাবেন, সেই বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে প্রত্যেককে সকল প্রকার নিয়ম কানুন মেনে বৈধ পথে বিদেশ যাওয়ার উপর গুরুত্বারোপ করেন।
যাযাদি/এস