বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

দুই পারের জেটিঘাট রাতে ঘুটঘুটে অন্ধকার, ঝুঁকি নিয়ে এপার-ওপার যাত্রীদের

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ০৩ ডিসেম্বর ২০২৪, ২০:০৯
আপডেট  : ০৩ ডিসেম্বর ২০২৪, ২০:৪০
ছবি: যায়যায়দিন

কক্সবাজারের সাগর বেষ্টিত দ্বীপ কুতুবদিয়া উপজেলা যাওয়ার একমাত্র যোগাযোগের মাধ্যম সাগর চ্যানেল। পেকুয়া উপজেলার মগনামা ঘাট থেকে নৌযান করে যাতায়াত করতে হয় দ্বীপে। এখন দুই পারের জেটিঘাটে ঘুটঘুটে অন্ধকার। দিনের বেলায় যেকোন রকম,রাতবেলায় অন্ধকারে ঝুঁকি নিয়ে এপার-ওপার হতে হয় যাত্রীদের। দুই পারের জেটিতে আলোর কোনো ব্যবস্থা না থাকায় যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে দাবি যাত্রীদের।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দৈনিক যায়যায়দিনের প্রতিবেদক পেকুয়া উপজেলার মগনামা জেটিঘাটে গিয়ে এমন দৃশ্যের দেখা মিলে। ঠিক একই অবস্থা কুতুবদিয়া জেটিঘাটেও। বৃদ্ধ নারী, পুরুষ, শিশুসহ বিভিন্ন বয়সী লোকজন সাগর চ্যানেল পাড়ি দিতে বসে আছে। আবার কেউ কেউ অন্ধকারে নৌকাতে উঠেছে মোবাইলের লাইট জ্বালিয়ে। একইভাবে কুতুবদিয়া থেকে লোকজন পেকুয়া আসছে।

কুতুবদিয়ার আলী আকবর ডেইল ৩নং ওয়ার্ডের বাসিন্দা কুতুব উদ্দীন অসুস্থ স্ত্রীকে নিয়ে চট্রগ্রাম থেকে আসতেছেন মগনামা জেটিঘাটে অন্ধকার থাকায় নৌকা তুলতে দীর্ঘ সময় লেগেছে। দিনের বেলায় রোগী নিয়ে এই সাগর চ্যানেল পার হওয়া গেলেও সন্ধ্যার পর ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়।অন্যদিকে,কুতুবদিয়ার নেতাদের চোখে পড়ে না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ইমতিয়াজ উদ্দিন জিল্লু নামে এক যাত্রী ঘাটে বাঁধা একটি নৌকার অন্ধকারের ছবি পোস্ট করে ফেসবুকে লিখছেন,সাগর পথে ইউরোপের উদ্দেশ্যে !

কুতুবদিয়ার কৈয়ারবিল ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা বিএনপির সভাপতি জালাল আহমদ বলেন, কুতুবদিয়া থেকে চট্টগ্রাম ডাক্তার দেখতে যাওয়ার সময় জেটিঘাট পৌঁছতে তাঁর সন্ধ্যা হয়ে যায়৷ কিন্তু জেটিতে বাতির ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে নৌকায় ওঠা-নামা করতে হয়। যাত্রীদের ঝুঁকি এড়াতে রাতে জেটিঘাটে বাতি লাগানোর দাবি জানান তিনি।

কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিম নুরুল বশর চৌধুরী জানান, আমি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন কুতুবদিয়া জেটিঘাটে একটি সৌরবিদ্যুৎ দিয়েছিলাম। এখন সেটি নষ্ট হয়ে গেছে। নিজের জন্মভূমি মানুষের জন্য অনেক কিছু করার ইচ্ছা ছিলো। কিন্তু স্বৈরাচারদের কারণে করা সম্ভব হয়নি। তবে,আমিও কুতুবদিয়ার বাসিন্দা আমিও এ সেবা পেতে চাই। ইউএনও সাথে কথা বলে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

জেটিঘাটে বাতি জ্বালানো প্রসঙ্গে জানতে চাইলে মাগনামার ইজারাদার নুরুল ইসলাম জানান, জেলা পরিষদের সাথে কথা বলেন। জেটিঘাটে আলোর ব্যবস্থা করার জন্য আমরা পেকুয়া ইউএনও বরাবর আবেদন করেছি।

অন্যদিকে, কুতুবদিয়া জেটিঘাটের ইজারাদার মিন্টু জনান, বিদ্যুৎ লাইন না আসায় স্থায়ীভাবে

বাতি জ্বালানো সম্ভব হচ্ছে না। তবে,অস্থায়ীভাবে বাতি জ্বালানো জন্য ব্যবস্থা নিচ্ছি বলে জানান তিনি।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, বিষয়টি আমার নজরে রয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেটিঘাট আলোকিত রাখার চেষ্টা চলচ্ছে৷

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে