ছারছিনা দরবারের পীরের সাথে জামায়েত ইসলামের আমীরের সৌজন্য সাক্ষাৎ 

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৪, ২১:২৩

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

ছারছীনা শরীফের পীর  আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়েত ইসলামের আমীর ডা. শফিকুর রহমান। 

সোমবার দুপুরে তিনি দরবার শরীফে পৌছে দরবারের মরহুম পীরদ্ধয়দের কবর জিয়ারত করেন। পরে দরবারের বর্তমান পীরের মেহমানখানায় পীরের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন। তবে, এসময় তাদের সাথে দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কোন আলাপ আলোচনা হয়েছে কিনা তা কেহ বলতে পারেনি।

জানতে চাইলে, ছারছীনা দরবারের বাংলাদেশ জমাইয়াতে হিযবুল্লাহর নেছারাবাদ উপজেলার শাখার সভাপতি ডা: মো. মাসুম বিল্লাহ জানান, "জামায়াতের আমীর সাহেব দরবারে এসে মেহমান হিসেবে একটু চা নাস্তা করেন। এরপরে মরুহুম পীর সাহেবদ্ধয়ের কবর জিয়ারত করেন। কবর জিয়ারাতের পর আমীর ডা: শফিকুর রহমান ও তার সফর সঙ্গিরা ছারছীনায় যোহর নামাজ আদায় করে দুপুরের খাবার খেয়েছেন। এসময় দেশ,জাতি বা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোন আলাপ আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি আরো বলেন, একজন মেহমান হিসিবে যতটুকু আপ্যায়ন দরকার সেইটুকু হয়েছে। এছাড়া কোন আলাপ আলোচনা হয়নি।

এ সম্পর্কে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেছারাবাদ উপজেলা শাখার সহকারি সাধারন সম্পাদক মাওলানা মো: জহির বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপট সহ ঐক্য নিয়ে আলাপ আলোচনা হয়েছে। তবে কি আলোচনা হয়েছে তা সঠিক বলতে পারবোনা।

এরপূর্বে জামায়েতের আমীর ডা: শফিকুর রহমান নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠি বাজারে গাড়ী বহরে এসে একটি সংক্ষিপ্ত পথসভা করেন। সেখানে ছাত্রজনতার বিপ্লবে নিহতের স্মরন করে আগামী দিনে সবার সহযোগীতায় সুন্দর দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্যে দেন।

যাযাদি/ এম