ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার সকালে শহরের কাউতলী স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার কনভেনশন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম।
হোপ নবীনগরের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল কাইয়ূম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ডিস্ট্রিক পলিসি ফোরামের সভাপতি মোঃ আরজু মিয়া ও জেলা এনজিও সমন্বয়ক এস.এম. শাহীন।
বক্তব্য রাখেন সুক’র পরিচালক মোঃ সাদেকুল ইসলাম, নাসিরনগরের স্থানীয় এনজিও শিখার নির্বাহী পরিচালক ওমরাও খান।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাইফুল ইসলাম এনজিওদের আরো সক্রিয় হয়ে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।
যাযাদি/ এম