ঝিনাইদহে আগ্নেয়াস্ত্র তৈরির সরাঞ্জমসহ আটক ২
প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৪, ২০:২৪
ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র তৈরির সরাঞ্জমাদি এবং চকলেট বাজি উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী। এসময় লাল মিয়া ও জাহাঙ্গীর আলম নামে দুইজনকে আটক করেছে।
সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলা তেহরীহুদা গ্রামের অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরাঞ্জমাদি উদ্ধার করে। আটক লাল মিয়া ওই গ্রামের রোস্তম মন্ডল ও জাহাঙ্গীর আলম নুরুজ্জামানের ছেলে।
কালীগঞ্জ থানার এসআই সমীরণ কুমার বৈদ্য জানান, ভোরে উপজেলার মল্লিকপুর বাজারে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, তেহরীহুদা গ্রামের লাল মিয়ার বসতবাড়ির ভেতর কিছু লোক অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি করছে এবং তাদের হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আগ্নেয়াস্ত্র তৈরির সরাঞ্জমাদি আছে। রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌছে আসামীয়য়কে দেশীয় আগ্নেয়ায় তৈরি করা অবস্থায় হাতেনাতে আটক করি।
এসময় তাদের হেফাজত থেকে দেশীয় পিস্তল তৈরি কাজে ব্যবহৃত ২ টি লোহার বডি, যা আড়াআড়ি, একটি লোহা কাটার করাত, দুইটি মোবাইল, একটি লোহার তৈরি দেশীয় পাইপগান, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ১ রাউন্ড শটগানের গুলি, ২টি রাইফেলের গুলির খোসা, ১টি গুলির পিলেট, আগ্নেয়াস্ত্র তৈরির কাজে ব্যবহৃত সিং, ৬টি ব্যারেল, একটি লোহার পাইপ, একটি কাঠের বাটযুক্ত ছোরা, একটি পুরাতন চাইনিজ কুড়াল, ৮টি চকলেট বাজিসহ ২১,৫৫০ টাকা উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, অবৈধভাবে আগ্নেয়াস্ত্র, গুলি, আগ্নেয়াস্ত্র তৈরির সরাঞ্জম এবং চকলেট বাজি নিজ হেফাজতে রাখার অপরাধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।
যাযাদি/ এম