ভারতের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখতে চাই: উপদেষ্টা সাখাওয়াত হোসেন
প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৪, ২০:২০
ভারতের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখতে চাই। তবে অবশ্যই দেশের স্বার্থ রক্ষা করে। ইসকনই বলছে তারা জঙ্গী সমর্থন করেনা। অনেকেই ধর্ম ব্যবহার করে। এটা ঠিকনা। বাহির থেকে অনেকে রং লাগাতে চেষ্টা করছে। বাংলাদেশ মেরিন একাডেমি বরিশালের ক্যাডেটদের পাসিং আউট প্যারেড সম্পন্ন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথি নৌপরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।
সোমবার ( ২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে বাংলাদেশ মেরিন একাডেমি বরিশালের প্যারেড গ্রাউন্ডে প্রতিষ্ঠানটির তয় ব্যাচ ক্যাডেটদের ২ বছর মেয়াদী প্রি-সী কোর্সের প্রশিক্ষন শেষে শিক্ষা সমাপনী এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আরো বলেন, দেশের নৌযোগাযোগ স্টান্ডার্ড হচ্ছে। নৌযোগাযোগে আধুনিকতা আসবে। অন্যদিকে সরকারি কোষাগার থেকে শ্রমিকদের টাকা দিয়েও গার্মেন্টস শিল্পকে বাচিয়ে রাখার চেষ্টা চলছে। আরেক প্রশ্নের জবাবে বলেন, দেশের রাষ্ট কাঠামোর ছয়টা-সাতটা জায়গায় সংস্কার চলছে। পাশাপাশি নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে কাজ করছে। তারাই সিদ্ধান্ত দিবে কবে তারা নির্বাচন করার জন্য প্রস্তুত।
বাংলাদেশ মেরিন একাডেমি বরিশালের কমান্ড্যান্ট ক্যাপ্টেন এস এম আতিকুর রহমান (জি), এনইউপি, পিএসসি, বিএন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। কুচকাওয়াচ চলাকালীন প্রধান অতিথি কৃতি ক্যাডেটদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। এবছর একাডেমির নটিক্যাল বিভাগে ২৭ জন ও মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৬ জন ক্যাডেট প্রি-সী কোর্স সম্পন্ন করে প্রশিক্ষন সমাপ্ত করেছে। অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রনালয়, অন্যান্য সামরিক-বেসামরিক কর্মকর্তা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
যাযাদি/ এম