টঙ্গীবাড়িতে মহিলা মাদ্রাসার দোয়া মাহফিল ও তাবারক বিতরণ
প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৪, ২০:০৩
মুন্সীগঞ্জের উপজেলা কাইচমালধা ওয়াহেদ আলী মহিলা মাদ্রাসায় সোমবার দুপুরে দোয়া মিলাদ মাহফিল ও তাবারক বিতরণের আয়োজন করা হয়েছে।
উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মহসিন মিয়ার নানা ওয়াহেদ আলী হালদারের স্মরণে মিলাদ মাহফিল ও তাবারক বিতরণের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ড: আসাদুজ্জামান রিপন, বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতন, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি রিপন মল্লিক, সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, সাবেক সভাপতি খান মনিরুল ইসলাম মনি পল্টন, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপি আব্দুল হাই, পাঁচগাও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সেলিম, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপি সভাপতি অলিউল্লাহ খান, টঙ্গীবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মারুফ হোসেন সেন্টু সহ টঙ্গীবাড়ি উপজেলার বিএনপির অংঙ্গ সংগঠন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।
যাযাদি/এসএস