কুমিল্লার মনোহরগঞ্জে উপজলো স্বাস্থ্য কমপ্লক্সে পরিদর্শন করেন স্বাস্থ্য মন্ত্রনালয় ও স্বাস্থ্য অধদিপ্তর এবং ইউনিসেফ প্রতনিধি ।
সোমবার ইউনিসেফের অর্থায়নে কোয়ালিটি ইম্প্রুভমেন্ট মাতৃমৃত্যু এবং শিশুমৃত্যু গর্ভবতী মায়েদের বিশেষ সেবা (রেমেন) প্রদান পরিদর্শনে আসেন ইউনিসেফ ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের যৌথ প্রতনিধি দল।
এ সময় হাসপাতালে ইমার্জেন্সি শাখা, ডেলিভারি, ফার্মেসী, অপারেশন থিয়েটার, জিন এক্সপার্ট রুম, প্যাথলজি, এক্সরে, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি আন্তঃবভিাগ, বহঃ বিভাগ ও পরস্কিার পরচ্ছিন্নতা সহ সেবা প্রদানের কার্যক্রম পরিদর্শন করা হয়।
পরর্দিশনকালে উপস্থিত ছিলেন উপসচিব, পোগ্রাম ম্যানেজার, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের কোয়ালিটি ইমপ্রæভমেন্ট সেক্রেটারীয়েট ডাক্তার মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারি পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা কোয়ালিটি ইম্প্রুভমেন্ট সেক্রেটারীয়েট ডাঃ ওমর খসরু, মেডিকেল অফিসারও কোয়ালিটি ইম্প্রুভমেন্ট সেক্রেটারীয়েট ডাঃ প্রনব কুমার রায়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের হিসাব রক্ষক ও কোয়ালিটি ইম্প্রুভমেন্ট সেক্রেটারীয়েট ডাঃ শেখ ফয়জুল্লাহ, কুমল্লিা জলো ডেপুটি সিভিল সার্জন ডাঃ রজো মোঃ সরওয়ার আকবর, সিভিল সার্জন অফিস মেডিকেল অফিসার ডাঃ আবদুল কাইয়ুম, ইউনেসেফ কুমিল্লা ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ কনসালটেন্ট ডাঃ বেনজির সুলতানা, মনোহরগঞ্জ আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার, কনসালটন্টে গাইনি ডাঃ জবেুন্নাহার লাভলী, এনস্থেসেয়িা কনসালটন্টে ডাঃ তানভরি, মডেকিলে কনসালটন্টে ডাঃ সোলায়মান সহ র্কতব্যরত মডেকিলে অফসিারবৃন্দ। এসময় হাসপাতালরে র্কাযক্রম ও রোগীদরে সবোর মানোন্নয়নে দকিনর্দিশেনা ও পরার্মশ প্রদান করনে।
যাযাদি/এসএস