কালীগঞ্জে চেয়ারম্যান কারাগারে

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৪, ১৯:৩০

কালীগঞ্জ ,লালমনিরহাট প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

লালমনিরহাটের কালীগঞ্জে জমি সংক্রান্ত ঝামেলা মীমাংসা করতে গিয়ে কারাগারে গেলেন  জয়নাল আবেদীন বাবলু নামে এক প্যানেল চেয়ারম্যান।

জয়নাল আবেদীন বাবলু কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ও প্যানেল চেয়ারম্যান।

সোমবার দুপুরে কালিগঞ্জ থানা পুলিশ তকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

আটককৃত ইউপি সদস্যের পরিবার জানায়, ভোটমারি ইউনিয়নের শৌলমারী এলাকার রনজিৎ কুমার ও আমিনুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গত তিনদিন আগে তাদের মধ্যে ঝগড়া বিভাত সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন মীমাংসা করার চেষ্টা করেন। পরে আমিনুর রহমান বাদী হয়ে কালিগঞ্জ থানায় জয়নাল আবেদীন ও রঞ্জিত কুমারসহ ১০ জনের নামে একটি মামলা দায়ের করেন। পরে সোমবার দুপুরে কালিগঞ্জ থানা পুলিশ জয়নাল আবেদীন কে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।

এ ব্যাপারে কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, জমি সংক্রান্ত বিষয়ে এজাহারের সূত্র ধরে ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়।

যাযাদি/এসএস