সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

চান্দিনায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
  ০২ ডিসেম্বর ২০২৪, ১৯:২৪
ছবি: যায়যায়দিন

কুমিল্লার চান্দিনা উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন। এসময় জাতীয় দিবস দুটি সফল করার জন্য বিভিন্ন কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন- মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান, কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আবু জাফর, সমবায় অফিসার মোবারক হোসেন,চান্দিনা থানার ইন্সপেক্টর (তদন্ত) সঞ্জয় দত্ত সরকার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও দেলোয়ার হোসেন, জোয়াগ ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল, বরকরই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মজুমদার শিপন,বাড়েরা ইউপি চেয়ারম্যান আহসান হাবীব, দোল্লাই নোয়াবপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া,মহিচাইল ইউপি চেয়ারম্যান মাকসুদা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বেলা ১১ টায় আলোচনা সভা এবং সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে (৩১ একত্রিশ) বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান,সাংস্কৃতিক অনুষ্ঠান,চিত্রাঙ্কণ প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।এছাড়াও ১৫ ডিসেম্বর উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলা অনুষ্ঠান হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে