সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
  ০২ ডিসেম্বর ২০২৪, ১৯:২৩
ছবি: যায়যায়দিন

"এসো প্রতিবন্ধীদের হাত ধরি, সুন্দর সমাজ গড়ি" বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবার ও কেএফডি "৮৯ এর পক্ষ থেকে সোমবার বেলা ১২টার সময় পাইকগাছার লক্ষ্মীখোলা কাগজী বাড়ি থেকে ১২জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার,তিনজন প্রতিবন্ধীর মাধ্যমিক ছাত্র/ছাত্রীকে তাদের ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফরম ফিলাপের ৫ হাজার করে টাকা ও একজন প্রতিবন্ধীর মাকে তাদের পারিবারিক আর্থিকভাবে স্বচ্ছলতার জন্য একটা সেলাই মেশিন উপহার দেয়া হয়েছে।

সবার প্রতি কেএফডি"৮৯র আন্তরিক আর্জি "চলুন আমরা সবাই আমাদের সহয়তায়তার হাতকে প্রতিবন্ধীদের সহয়তায় হাত বাড়িয়ে দিই"

এসময় উপস্থিত ছিলেন, রাশিদা জামান,সাবেক ব্যাংকার প্রজিৎ কুমার রায়, গণ্যমান্য ব্যক্তি বর্গ ও গণমাধ্যম কর্মী।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে