ফরিদপুরের মধুখালীতে মো. আমিন খন্দকার (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার পূর্ব গাড়াখোলা গ্রামের মৃত মোতালেব খন্দকারের ছেলে। এসময় তার কাছ থেকে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
সোমবার (২ ডিসেম্বর) রাত ১২ টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী রেলগেট এলাকার ঢাকা খুলনা মহাসড়কের জননী সুইটস এর সামনে থেকে মাদক দ্রব্য সহ আমিনকে গ্রেফতার করা হয়।
মধুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
মধুখালী থানার ওসি জানান, মধুখালী থানার এসআই মাহমুদুল হাসান তার সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাতে অভিযান পরিচালনা করে আটককৃত ব্যক্তির নিকট থেকে ১৫ গ্রাম ওজনের ১৫০ টি ইয়াবা ট্যাবলেট যার বাজার মূল্য আনুমানিক ৪৫ হাজার টাকা, একটি মোবাইল, নগদ ১৩১০ টাকা জব্দ করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় মামলা করা হয়।
যাযাদি/ এম