গোবিন্দগঞ্জে অবৈধ ভবে জমি দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৩

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেছারাবাদ ও মালেকাবাদ কলোনীর জমি অবৈধ ভবে দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার কাটাবাড়ী  ইউনিয়নের নেছারাবাদ ও মালেকাবাদ বাসীর কলোনীবাসীর আয়োজনে  সোমবার  গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের নাসিরাবাদ এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, নেছারাবাদ ও মালেকাবাদ  রিফিউজি কলোনীর সেক্রেটারী মো: শামীম আকতার, সহ-সভাপতি সাইদুর রহমান,  গ্রামবাসী আব্দুল করিম, নাসিরাবাদ আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মো: আব্দুল বারী, নেছারাবাদ  কলোনীর জামে মসজিদের খতিব মো: শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তরা বলেন ১৯৪৭ সালে পাক-ভারত বিভক্তির সময় ব্রিটিশ সরকারের সেনাবাহিনীতে চাকুরীরত অবস্থায় দেশ ভাগের হলে সেনা সদস্যরা ইষ্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। এরপর তারা  অবসর গ্রহণ করলে ততকালীন পাকিস্থানী সরকার তাদের  ১১২টি পরিবারকে বিনামুল্যে  ৫৫৫ একর জমি দান করেন। অবসর প্রাপ্ত ও পূর্ণবাসিত সেনা সদস্যরা আমাদের পূর্ব পুরুষ। এই পূর্ব পুরুষের জমি দীর্ঘদিন ধরে  আমরা ভোগদখল ও বসবাস করে আসছি। ইদানিং কিছু ব্যক্তি এই জমি লিজ নেয়ার নামে জমি গুলি দখলের চেষ্টা করছে। তারা জমির মালিকদের কাছে চাঁদা দাবী করছে। চাঁদা না দেয়ায় নানা ধরণের হুমকী প্রদান করছে। বক্তারা বলেন,  নানা মহলের সাথে ২০১১ ও ২০১৪ সালে মামলা করেও জয়লাভ  করেছি। তারপরেও চাঁদাবাজ ও ভ’মিদস্যুরা এই তাদের অপতৎপরতা অব্যহত রেখেছে। এ ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করছি। মানববন্ধনে নেছারাবাদ ও মালেকাবাদ গ্রামের হাজারো নারী-পুরুষ ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।  

যাযাদি/এসএস