সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

কক্সবাজার পুলিশের অভিযানে ৪টি আগ্নেয়াস্ত্রসহ ২জন আটক

ডেস্ক রিপোর্ট
  ০২ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৭
ছবি: যায়যায়দিন

কক্সবাজার সদর থানার বিশেষ অভিযানে ৪টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলিসহ দুইজন অস্ত্রধারী গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০.১৫ টার দিকে সুগন্ধা বীচ সংলগ্ন প্রাসাদ প্যারাডাইস নামক রেস্টুরেন্টের এর বিপরীতে ঝাউবাগান অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন; ইকবাল ফয়সাল(৩৪) কক্সবাজার মহেশখালী উপজেলার ঘোরকঘাটা উত্তর ঘোনাপাড়া এলাকার জকরিয়া সওদাগরের পুত্র।মোঃ আরমান হোসেন( ৩৪), একই উপজেলার ছোট মহেশখালী লাম্বা ঘোনা, ৫ নং ওয়ার্ড এলাকার মো. আবুল কালাম'র পুত্র।

কক্সবাজার পুলিশ সুপার মুহাম্মদ রহমত বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সুগন্ধা বীচ সংলগ্ন প্রাসাদ প্যারাডাইস নামক রেস্টুরেন্টের এর বিপরীতে ঝাউবাগান অভিযান পরিচালনা করে তাদপর হেফাজতে থাকা ২টি দেশিয় তৈরি এলজি। দুইটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা গুলি, ১টি ইয়ামাহা আর ওয়ান ফাইফ মোটরসাইকেল জব্দ করা হয়। উক্ত ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

তিনি আরো বলেন, আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে