পটুয়াখালীর বাউফলে ২০২৪ সালের জুলাই- আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারি কমিশনার ( ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু।
স্মরণ সভার শুরুতে আহত ও শহিদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন। পরে শহিদদের স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
সভায় গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- অস্থায়ী সেনাক্যাম্পের কমান্ডার খন্দকার নাজমুস সাকিব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন, গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা মো. মোসারেফ হোসেন, অভ্যুত্থানে আহত উপজেলার ধুলিয়া ইউনিয়নের বাসিন্দা গাজী অহেদুল হক, সূর্যমণি ইউনিয়নের বাসিন্দা মো. রেজাউল সিকদার প্রমূখ।
যাযাদি/এসএস