জাতীয় কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তে ও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ ও বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে প্রস্তুতিসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা ডাঃ আশরাফুজ্জামান লিটন, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী,উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, প্রাণী সম্পদ কর্মকর্তা মামুন খান, শিক্ষা অফিসার আব্দুর রশীদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণি,সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, মৎস্য কর্মকর্তা লিয়াকত আলী খান, বিআরডিবি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কহিনুর জাহান, মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি ড.মুসাফির নজরুল,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোল্লা মিজানুর রহমান প্রমুখ।
এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, প্যানেল চেযারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, ব্যাংক ও এনজিও প্রতিনিধি, বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রস্তুতিসভায় উপস্থিত সকল প্রতিনিধিবৃন্দের মতামতের ভিত্তিতে শহীদ বুদ্ধিজীবী দিবস,মহান বিজয় দিবস,বিজয় মেলা ও ৫’দিন ব্যাপী নাট্য প্রতিযোগিতা ব্যাপক উৎসাহ উদ্দীপণা ও যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহিত হয় এবং দিবসটি সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে উদযাপন কমিটি গঠন করা হয় ।
যাযাদি/এসএস