গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় ২জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলো-দুর্ঘটনা কবলিত লোকাল বাসের মালিক গোপীনাথপুর গ্রামের ফেলু কাজীর ছেলে ইলিয়াস কাজী(৫৫) ও ভ্যান চালক (ফেরীওয়ালা) যশোরের মনিরামপুর এলাকার বাসিন্দা মাসুম মিয়া(৪৫)।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস-এর সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক জানিয়েছেন, গোপালগঞ্জ থেকে কাশিয়ানীর ব্যাসপুরগামী মা এন্টারপ্রাইজের একটি লোকাল বাস গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে দাড়ানো অবস্থায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী সোহাগ পরিবহনের একটি বাস পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। ফলে বাসটির সামনে দাড়িয়ে থাকা একটি ভ্যানকে চাপা দিয়ে রাস্তার খাঁদে পড়ে যায়।
এ সময় ভ্যান চালক(ফেরীওয়ালা)ঘটনাস্থলে নিহত হয় এবং লোকাল বাসের অন্ততঃ ১০ যাত্রী আহত হয়।পরে দুর্ঘটনা কবলিত বাসের নিচ থেকে ওই বাসের মালিক ইলিয়াস কাজীর লাশ উদ্ধার করা হয়।
আহতদের মধ্যে ৩ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোহাগ পরিবহনের বাসটিকে পুলিশ জব্দ করেছে।