সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

আড়াইহাজারে ১২৪ প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০২ ডিসেম্বর ২০২৪, ১৭:৫১
ছবি: যায়যায়দিন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সবগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা সোমবার ( ২ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করছে বলে জানা গেছে।

আড়াইহাজার উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে উপজেলায় মোট ১২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে। কেবলমাত্র কিন্ডারগার্টেন গুলো ছাড়া উপজেলায় বেসরকারি কোন প্রাথমিক বিদ্যালয় নেই বলে ওই অফিসের নিজস্ব একটি সূত্র জানায়।

সেলিনা আক্তার নামে একজন প্রধান শিক্ষিকার একটি ফেসবুক স্ট্যাটাসের উপর ভিত্তি করে এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ফোন করে এসব তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা সম্পর্কে সঠিক মূল্যায়ন করা যাবে বলে শিক্ষা অফিস সূত্র জানায়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে