নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন কালে প্রশাসনের ঝটিকা অভিযানে ৪ লাখ টাকা জরিমানা করেছে ।
জানা যায় যে ১ লা ডিসেম্বর ধামইরহাট উপজেলা রসপুর বাজার সন্নিকটে শিমুল তলী সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। বিষয়টি জানতে পেয়ে ১৪ বিজিবি কোম্পানি কমান্ডার সুলতান হোসেনের নেতৃত্বে ৮ টি মেসি ও ১ টি ভিক্ষু মেসিন জব্দ করে।বিষয়টি অবগত হয়ে উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী মাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনা স্হলে গিয়ে কয়েক জন চালক সহ জব্দকৃত ট্রাকটর গুলি আটক দেখতে পান। এলাকার জনগনের অভিযোগ স্হানীয় কতিপয় রাজনৈতিক প্রভাবশালীদের তত্ত্বাবধানেই এমন কার্যক্রম কাজ চলছে। স্হানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের মুচলেকা দিয়ে গাড়ি গুলো জিম্মায় নিতে রাজি হইলে তাৎক্ষণিক ভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪ লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী মাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন খেলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহিল মাহমুদ চৌধুরী, বিএনপির নেতা আলহাজ হানজালা, ধামইরহাট প্রেসক্লাবের সদস্য সচিব আব্দুর রাজ্জাক সহ স্হানীয় সাংবাদিক বৃন্দ। পরবর্তীতে কেউ যদি আত্রাই নদীর সেতুর নীচে আবারও বালু উত্তোলন করে তবে তাকে কারাবাস করতে হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোস্তাফিজুর রহমান ।
যাযাদি/এসএস