সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

কালীগঞ্জে চৌকিদার প্যারেড ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  ০২ ডিসেম্বর ২০২৪, ১৭:৪২
ছবি: যায়যায়দিন

গাজীপুরের কালীগঞ্জে মাসিক চৌকিদার প্যারেড ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে থানা চত্বরে এ চৌকিদার প্যারেড ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

প্যারেডে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এ সময় অনুষ্ঠানে থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. রজিউল্লাহ খান, উপ পরিদর্শক মো. মনিরুজ্জামান পিপিএমসহ ৭টি ইউনিয়নের সকল দফাদার ও চৌকিদাররা উপস্থিত ছিলেন।

প্যারেডে ওসি দফাদার ও চৌকিদারদের উদ্দেশ্যে বলেন, এলাকার সকল অসামাজিক কার্যকলাপ, দূর্ঘটনাজনিত সংবাদ, জঙ্গি, চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্যবিবাহ, জুয়া, মাদক সেবনকারী কিংবা মাদক কারবারির সংবাদ পাইলে থানাকে অবহিত করার আহবান জানান।

উপস্থিত দফাদার ও চৌকিদারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ওসি আরো জানান, গত (নভেম্বর) মাসে আপনাদের সহযোগিতায় স্থানীয় ২৮ জন মাদক কারবারি ও সেবনকারিকে পুলিশ গ্রেফতার করেছে এবং তাদের বিরুদ্ধে থানায় ১৯টি মাদকের মামলা দায়ের হয়েছে। পাশাপাশি ৫২০ পিস ইয়াবা, ৪২৫ লিটার চোলাই মদ, ৪৭০ লিটার মদ তৈরির উপকরণ, ১৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ৩০ বোতল ফেন্সিডিল ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে থানা পুলিশ।

এছাড়াও দফাদার ও চৌকিদারদেরকে সতর্কতার সহিত দায়িত্ব পালনসহ থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং পলাতক আসামিদেরকে গ্রেফতারের নিমিত্তে তাহাদের অবস্থান সর্ম্পকে পুলিশকে সহযোগিতার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন ওসি।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে