নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার নয়টি (৯) ওয়ার্ডে টিসিবির কার্ডধারীদের মাঝে তেল ছাড়া পণ্য বিক্রয়ের সময় ভুক্তভোগীদের উপস্থিতি খুবই কম চোখে পড়েছে ।
সোমবার (২ডিসেম্বর) ও গত রবিবার (১ ডিসেম্বর) বিভিন্ন ওয়ার্ডে তেল ছাড়া চাল ও ডাল বিক্রয়ের সময় এ দৃশ্য চোখে পড়ে ।
জানা গেছে, কেন্দুয়া পৌরসভায় টিসিবির কার্ড রয়েছে মোট ৩৫৪৯ টি । যার মাধ্যমে কার্ডধারী ও নিম্ন আয়ের মানুষ সরকার নির্ধারিত স্বল্প মূল্যে ২ কেজি সোয়াবিন তেল, ২ কেজি মসুরি ডাল ও ৫ কেজি চাল পেয়ে থাকেন সাধারণত । তবে পণ্য বিক্রয়ের নভেম্বরের সিডিউল মিস হওয়ায় ডিসেম্বরের ১ ও ২ তারিখ চাল ও ডাল বিক্রয় করা হয় ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিক্রয়কৃত এ সব পণ্যের প্যাকেজ মূল্য ২৭০ টাকা হলেও ভুক্তভোগীদের তেমন আগ্রহ নেই ।
এ সময় কথা হয়, ১নং ওয়ার্ডের বাসিন্দা জাকিয়া (৩০), আব্দুর রহমান (৩৭), ২নং ওয়ার্ডের বাসিন্দা ফিরোজা (৪০), নাসিমা আক্তার ( ৩৭), বিপুলা (৪৫) ও ৭নং ওয়ার্ডের রোকশানা (২৮) বেগমের সাথে । তাঁরা বলেন, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ঊর্ধ্বগতি । সুলভ মূল্যে সরকারের টিসিবির পণ্য পেয়ে আমরা অনেক খুশি । কিন্তু তেল না দেয়ায় সমস্যা হয়ে গেলো । আর এ জন্যে ক্রেতা/মানুষও কম । সরকারের কাছে অনুরোধ টিসিবির পণ্য তালিকা থেকে তেল যেনো বাদ না দেয়া হয় ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এটি সম্পূর্ণভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় । মন্ত্রণালয়ের সিডিউল অনুযায়ী আমরা কার্যক্রম পরিচালনা করে থাকি । তিনি আরো বলেন, এখন তেল দেয় নি । পরবর্তীতে হয়তো দিতেও পারে ।
যাযাদি/এসএস