কিশোরগঞ্জে সড়ক দূঘটনায় মুয়াজ্জিমের মৃত্যু
প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৫
নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দূঘটনায় বাজেডুমুরিয়া জামে মসজিদের মুয়াজ্জিম হাফেজ মোঃ নাজমুল ইসলাম (৩৫) ঘটনা স্থানে মৃত্যুবরণ করেন।
তিনি উত্তর বড়ভিটা দলবাড়ী গ্রামের মৃত জমসের আলীর ছেলে। ঘটনাটি ঘটে সোমবার(২ ডিসেম্বর) সকাল ৮.৩০ মিনিটে দিকে বড়ভিটা বাজার ফয়সাল ফিলিং স্টেশনের সামনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- হাফেজ নাজমুল মটরসাইকেলের তেল নিতে পাম্প যাচ্ছিলেন । এসময় পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবিরকে বহনকারী একটি জীপগাড়ি দ্রæতগতিতে রংপুরে দিকে যাচ্ছিলেন। অপর প্রান্ত থেকে ছুটে আসা নাজমুলের মটরসাইকেল ও জীপ গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাজমুল ঘটনাস্থানে মৃত্যু বরণ করে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম জানান- পরিবারের পক্ষ থেকে মামলা করতে না চাওয়ায় , লাশ পরিবারে হাতে হস্তান্তর করা হয়েছে।
যাযাদি/এসএস