সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যানের মতবিনিময়

ঝালকাঠি প্রতিনিধি
  ০২ ডিসেম্বর ২০২৪, ১৫:৪২
ছবি : যায়যায়দিন

ঝালকাঠি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিমের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২ টায় ঝালকাঠি প্রেসক্লাব সভাকক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম বলেন, ছাত্র জনতার গন অভ্যুন্থানের স্বাধীনতাকে অর্থবহ করতে সংস্কার অতীব জরুরী। সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারো ফ্যাসিবাদ জেকে বাসতে পারে। তাই প্রথমে সংস্কার পরে নির্বাচন। তিনি আরো বলেন, ফ্যাসিবাদের কারনে এতদিন নির্বাচনী এলাকার জনগনের সাথে মিলিত হতে পারেননি।

সভায় ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষে প্রধান অতিথিকে স্বাগত জানান প্রেসক্লাবের সাধারন সম্পাদক আক্কাস সিকদার। এ সময় রেজাউল করিমকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারন সম্পাদক শফিউল আজম টুটুল, যুগ্ম সাধারন সম্পাদক এস এম রেজাউল করিম, প্রেসক্লাবের সহসভাপতি আল আমিন তালুকদার, সিনিয়র সাংবাদিক দুলাল সাহা, দৈনিক গাউসিয়ার সম্পাদক অলোক সাহা, প্রথম আলো প্রতিনিধি মাহমুদুর রহমান পারভেজ সহ বিভিন্ন প্রিংন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে