সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

টাঙ্গাইলে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন 

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  ০২ ডিসেম্বর ২০২৪, ১৫:১১
ছবি : যায়যায়দিন

টাঙ্গাইলে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের মূল্য কারসাজি ও অতিরিক্ত মুনাফার কারণে আলু-পিয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে টাঙ্গাইল জেলা কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) এর উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মঞ্জু রাণী প্রমাণিক, সাধারন সম্পাদক আবু জুবায়ের উজ্জল, টাঙ্গাইল সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অভিনেতা মীর নাছিমুল ইসলাম, সাংবাদিক মামুনুর রহমান মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক বৃদ্ধির কারণে ভোক্তাদের মধ্যে নাভিশ্বাস উঠেছে।

এছাড়া নিষিদ্ধ থাকলেও ভোজ্যতেল অবাধে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে- যা ব্যবহারে ভোক্তাদের নানা শারীরিক অসুস্থতা বৃদ্ধি করবে।

তারা বলেন, অসাধু ও মুনাফালোভী ব্যবসায়ীদের সিন্ডিকেট ও মজুদদারদেরকে দ্রুত কঠোর শাস্তির আওতায় আনা না হলে বাজারে দ্রব্যমূল্য কমবে না। দ্রব্যমূল্য অত্যধিক বাড়ার কারণে তা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ভোক্তারা বাজারে গিয়ে প্রয়োজনীয় পণ্য কেনার আগেই তাদের পকেটের টাকা খালি হয়ে যাচ্ছে। এতে মানুষ সংসার পরিচালনা করতে হিমশিম খাচ্ছে।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে